০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমিন থেকে ড্রেজার দিয়ে মাটিকাটার অভিযোগে সানাউল্লাহ নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ড্রেজার মেশিন অকেজো এবং পাইপ লাইনগুলোও বিচ্ছিন্ন করে দেয়া হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের ফসিল জমি বিনষ্ট করে ড্রেজিং করে মাটি উত্তোলন করার সময় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা। তিনি বলেন, ফসলি জমিন বিনষ্ট করে বিলের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিল ওই ড্রেজার মালিক সানাউল্লাহ। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার অকেজো করে পাইপ লাইন বিচ্ছিন্ন করে দেয়া...