ক্রিকেটে এমন কিছু রেকর্ড থাকে যেগুলো ভাঙা নয়, কেবল ছোঁয়া যায়—এমনটাই মনে করা হতো ১৯৯৭ সালে বেলিন্ডা ক্লার্কের গড়া কীর্তিকে ঘিরে। কিন্তু সময়, প্রতিভা ও অধ্যবসায় একত্রে কাজ করলে অসম্ভবও বাস্তব হয়। সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিলেন ভারতের ব্যাটিং তারকা স্মৃতি মান্দানা, ভিসাখাপাটনামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক বিশ্বকাপ ম্যাচে।মাত্র অষ্টম ওভারে আয়াবোঙ্গা খাকার বলে সরাসরি ছক্কা মেরে মন্ধনা ভেঙে ফেললেন ২৮ বছরের পুরনো রেকর্ড—এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের। বেলিন্ডা ক্লার্কের ১৯৯৭ সালের ৯৭০ রানের মাইলফলক পেছনে ফেলে ২০২৫ সালে এখন পর্যন্ত মন্ধনার ঝুলিতে ৯৮২ রান (১৭ ইনিংসে)।বৃষ্টিবিঘ্নিত বিকেলের এই ম্যাচে তার ব্যাটিং ছিল যেন ইতিহাসের পুনর্লিখন। যদিও ২৩ রানের বেশি করতে পারেননি, তবে তার ব্যাটেই ভারতের ইনিংসের ভিত্তি গড়ে ওঠে। প্রতিকা রাওয়ালের সঙ্গে তার ৫৫ রানের উদ্বোধনী জুটি দলের জন্য...