খাদ্য গোডাউনের সামনে সাইনবোর্ডে লেখা আছে— 'সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ নিষেধ'। অথচ এই খাদ্যগুদামের সংরক্ষিত এলাকার প্রায় ১ কোটি টাকার জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন এলাকার এক আওয়ামী লীগ নেতা। এলাকাবাসীর অভিযোগ, খাদ্যনিয়ন্ত্রকের উদাসীনতায় সরকারের জমি দখল হয়ে যাচ্ছে। জানা গেছে, ১৯৮০ সালে জনস্বার্থে মদনপুরা ও কনকদিয়া ইউনিয়নে চাল, গম সংরক্ষণের জন্য সরকার মদনপুরার রাম-লক্ষণ মৌজার ১২৩ খতিয়ানের ৯০ শতাংশ জমির ওপর ইউনিয়ন খাদ্য গোডাউন নির্মাণ করে। ১৯৯৭-৯৮ সালের পর থেকে এই গোডাউনটিতে চাল, গম ওঠানো বন্ধ হয়ে যায়। এতে গোডাউনটি অরক্ষিত হয়ে পড়ে। এক সময় কনকদিয়া খালে মাল নিয়ে কার্গো ভিড়ত। শ্রমিকরা চাল-গম ওঠানামা করত। এখন আর এই গোডাউনে চাল-গম ওঠানো-নামানো হয় না। তাই গোডাউনের চারপাশে গজিয়ে উঠেছে জঙ্গল আর গাছগাছালি। এই সুযোগে গোডাউনের জায়গা দখল করেছেন...