কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ছুরিসহ জুম্মান খান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১১টার দিকে বিচার কাজ শুরু হওয়ার আগে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এ ঘটনা হয়। এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন, ’ওই ব্যক্তির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করছি বড় ধরনের কোনো অপরাধ করার জন্য আগে থেকে এজলাস কক্ষে অবস্থান নিয়েছিল। গ্রেপ্তার হওয়া জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’ কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের ৫ম তলায় সদর কোর্টে হাজির হয়। আদালতের বিচার কাজ...