ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তি চুক্তির হয়েছে। আজ বৃহস্পতিবার এই চুক্তির মাধ্যমে গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চুক্তির পরও গাজায় হামলার খবর আসছে। অবশেষ ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে কখন যুদ্ধ থামতে পারে। ইসরায়েল সরকারের মুখপাত্র শেশা বেদরোসিয়ান বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ হবে। যদি মন্ত্রিসভার সবাই এই চুক্তিতে রাজি হয় তবেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তবে এর আগে বিবিসির গাজা প্রতিনিধি জানিয়েছিলেন, চুক্তিতে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি সরকারের মুখপাত্র তা বলেননি। তিনি বলেন,...