এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নাকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই সফরকারীদের চেপে ধরেছে লাল-সবুজের দল। ফ্রি-কিক থেকে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে রাত আটটায়। ম্যাচের ১৩তম মিনিটে হংকং জালে বল পাঠান হামজা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ১১তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান ফয়সাল আহমেদ ফাহিম। ডি বক্সের পাশে তাকে বাধা দেন হংকং রক্ষণভাগের খেলোয়াড়। পরে...