বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ।’ বিবৃতিতে গাজায় মানবিক সংকট নিরসনে শান্তি প্রক্রিয়াকে সহায়তা করা সব পক্ষের ভূমিকারও প্রশংসা করেছে বাংলাদেশ। সরকার আশাবাদ ব্যক্ত করেছে, চলমান আলোচনার ফলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, মানবিক সহায়তা পুনরায় শুরু হবে এবং গাজার মানুষের দুঃসহ ভোগান্তির অবসান ঘটবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আশা করে, গাজায় চলমান যুদ্ধের অবসানের মধ্য দিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে। ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের...