জাতিসংঘ তাদের চলমান শান্তিরক্ষা কার্যক্রমে বড় রকমের কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ২৫ শতাংশ শান্তিরক্ষী বাহিনী কমানো হবে, জানিয়েছে সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মূল কারণ—অর্থের সংকট এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত তহবিল সহায়তা। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ সরঞ্জামসহ ফিরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক কর্মীকেও ছাঁটাই করা হবে। জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র, যারা মোট তহবিলের ২৬ শতাংশের বেশি দেয়। চীন দ্বিতীয় বৃহত্তম দাতা—প্রায় ২৪ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের বকেয়া এখন ২ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সূত্র জানিয়েছে, ওয়াশিংটন শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধের পরিকল্পনা করছে, যদিও মার্কিন মিশন আনুষ্ঠানিকভাবে...