২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) এসে দেশের মোট দেশজ উৎপাদনের তথা (জিডিপি) প্রবৃদ্ধি কমে গেছে। তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। এর আগের প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। অর্থবছরের শেষ দিকে এসে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সেবা খাতে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিবিএসের সংগৃহীত উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে। ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের চার কোয়ার্টারের স্কুল দেশজ উৎপাদ (জিডিপি) ও প্রবৃদ্ধির হার প্রকাশ করেছে সংস্থাটি।চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি কিছুটা কমলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে দেশের প্রবৃদ্ধি ৩ দশমিক...