আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর ঐতিহাসিক ভারত সফর শুরু হলো। সাত দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছান তিনি। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর এটাই উচ্চ পর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারত-তালেবান সরকারের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় তীক্ষ্ণ নজর রাখছে পাকিস্তান। দিল্লি-কাবুল সম্পর্কের নতুন মোড়ঐতিহাসিকভাবে ভারত ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর কাবুল থেকে দূতাবাস বন্ধ করে দেয় দিল্লি। এখনো তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত। এমন পরিস্থিতিতেই আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী এক সপ্তাহের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করে। এরপর এটাই তালেবান সরকারের কোনো শীর্ষ নেতার...