এখন আবহাওয়া অনেকটাই শুষ্ক। এই আবহাওয়ায় ত্বক ঝলমল থাকাটা অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আসছে শীত। তাই এই সমস্যা আরও বাড়বে। হাত-পা থেকে মুখ পর্যন্ত টান ধরে, খসখসে ভাব দেখা দেয়। এই ধরনের ত্বকে প্রদাহ, লালচে দাগ বা জৌলুসের অভাব দেখা দেয়। তাই ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। আর সেই সঙ্গে দরকার সঠিক প্রসাধনী বেছে নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, কোনটি উপযুক্ত? শুষ্ক ত্বকের যত্নে প্রথমে প্রয়োজন সঠিক ময়েশ্চারাইজার, ক্রিম ও টোনার। ত্বককে শুধু হাইড্রেট করা নয়। বরং আর্দ্রতা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু উপাদান বিশেষভাবে কার্যকর। ত্বককে গভীরভাবে আর্দ্র রাখতে হায়ালুরোনিক অ্যাসিড অন্যতম। এটি ত্বকের ভেতরে পানি ধরে রাখতে সাহায্য করে। সেই সাথে লম্বা সময় ধরে ত্বকের ময়েশ্চারাইজেশন বজায় রাখে। বাজারে হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ, সিরাম ও ক্রিম পাওয়া যায়।...