ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আক্ষরিক অর্থেই এক সাগর রক্তের পরে, সরকারী হিসেবে ৬৭ হাজার মানুষের মৃত্যুর পরে সাক্ষরিত এই চুক্তি আসলে কোন আনন্দের না বরং বিদ্যমান বিশ্বব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। বিশ্বব্যবস্থার অমানবিকতাকে প্রকট করেছে; কারণ এমন একটা চুক্তিতে পৌছানোর জন্য হাজারো শিশুকে জীবন দিতে হয়েছে। এই চুক্তির আরেকটি নির্মম দিক হলো, খুনি ও হানাদার বাহিনীকে বিচারের আওতায় আনার বিষয়ে কিছু তো নাই-ই বরং পুরো চুক্তি তাদের মর্জির ওপরে নির্ভর করছে। তথাপিও রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের স্বীকৃতি এবং গাজ্জায় মানবিক সহায়তা পৌছানোর মতো পরিবেশ তৈরি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চুক্তিকে স্বাগত জানায়। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের চিরন্তন দাবীও পুনর্ব্যক্ত করে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) মিশরে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় গাজায় যুদ্ধবিরতি,...