বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-জার্মানির আগামী দিনের সম্পর্ক, তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু মাহমুদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জার্মান বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, জার্মানরা চীন-ভারতে বিনিয়োগ করেছে। তারা মনে করছে, আগামী দিনে বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো গন্তব্য। বিনিয়োগের...