রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেপ্তার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাজশাহী:০৯ অক্টোবর (বুধবার), রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাত ৩টা ৫ মিনিটে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জুবায়ের হাসান শিশির (২১), মো. জাহিদ হাসান সিজান (১৯), মো. শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মো. রতন আলী (২৫)।তাদের মধ্যে জুবায়ের ও জাহিদ একই গ্রামের মো. ফারুক হোসেন লিটনের পুত্র, শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র এবং রতন আলী খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ০৯ অক্টোবর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত...