স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিলো।’ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘চানখারপুলে আমার সামনেই দুইজন পুলিশের গুলিতে শহিদ হন। সেখানে চাইনিজ রাইফেল, শট গান ও ছড়া গুলি দিয়ে ছয়জন আন্দোলনকারীকে হত্যা করে পুলিশ ও এপিবিএন এর সদস্যরা।’ এসময় জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতাদের ও গুলি করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যাদের দায়ী করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিলো। শেখ হাসিনার সরাসরি এ নির্দেশ দিয়েছিলো। ৩২ ঘণ্টা অনশনে থাকার...