অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে থাকবেন না তা তো অনুমিতই ছিল। সেই ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার তো নন প্লেইং ক্যাপটেন। রাতে শুরু হতে যাওয়া হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুর তালিকায়ও তার নাম নেই। ক্যাবরেরার একাদশে চমক আরো আছে। কানাডা থেকে ঢাকায় এসে মাত্র এক সেশন অনুশীলন করা শামিত সোমকেও একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। রাখেননি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকেও। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। ইনজুরির কারণেই তাকে একাদশে বিবেচনা করেননি কোচ। গোলপোস্টে ক্যাবরেরা আস্থা রেখেছেন মিতুল মারমার ওপরই। নেপালের বিপক্ষে ম্যাচে চোট থাকায় খেলতে পারেননি আবাহনীর এই গোলরক্ষক। রক্ষণে নেতৃত্ব দেবেন তারিক কাজী। তার দুই পাশে থাকবেন শাকিল আহামদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন। মাঝমাঠে হামজার...