বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ৪০ সদস্য বিশিষ্ট বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও অবহিতকরণ সভা করা হয়। বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন সরদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও জেলা কমিটির উপদেষ্টা ঝিমি মন্ডল, সাংবাদিক এস এস সোহান, আবু তালেব। আরও বক্তব্য দেন- বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি তিলকা সারহানা তমা, ইমরান...