প্রথমার্ধের বিস্তারিত জানতে মাঠ থেকে পাঠানো মাসুদ আলমের রিপোর্ট পড়তে পারেন এখানে:হামজার দুর্দান্ত গোলটা ধরে রাখতে পারল না বাংলাদেশ হংকং ম্যাচে সমতা এনেছে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে। কিছুক্ষণ পরই বেজেছে রেফারির বিরতির বাঁশি। বাংলাদেশ দল মাঠ ছেড়েছে হতাশা নিয়ে। হতাশ গ্যালারির দর্শকও। প্রবল উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে খেলা দেখছিলেন তারা। ১৩তম মিনিটে হামজার গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর যা শুধু বেড়েছেই। কিন্তু বিরতির আগমুহূর্তে রক্ষণ দুর্বলতায় গোল হজমে সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসেছে বাংলাদেশ। হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। যদিও কর্নার কিক থেকে বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন। ১৩তম মিনিটে...