গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, প্রত্যেক দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীর উৎসব ভাতা, ঈদ বোনাস, তাদের মাতৃত্বকালীন ছুটি সহ অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধা এবং সর্বোপরি চাকরির নিশ্চয়তা দিতে হবে। এগুলো প্রত্যেক শ্রমিকের অধিকার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়িতশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথীল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবিতে’ বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। সমাবেশের পর দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের নেতাকর্মীরা সচিবালয়ে অর্থ সচিবের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিদের কাজে নেওয়ার সময় নিয়োগপত্র দেওয়া হয় না। কর্মকর্তারা তাদের ইচ্ছামতো বিদায় করে দেয়। তাদের বেতনের কোনো ঠিক নেই। তারা ৩০ দিন কাজ করে ২২ দিনের বেতন পান ২২ দিনের। সাপ্তাহিক ছুটি...