ভারতের টি–টোয়েন্টি তারকা রিংকু সিংকে দাউদ ইব্রাহিম চক্রের পরিচয়ে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকির অভিযোগে এরই মধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে খবর দিয়েছে নিউজ১৮। প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রিংকুর প্রচারণা দলের কাছে অভিযুক্ত ব্যক্তিরা তিন দফায় চাঁদা দাবি করে বার্তা পাঠিয়েছিলেন। নিউজ১৮–এর খবরে বলা হয়, কুখ্যাত দাউদ ইব্রাহিম চক্রের সদস্য পরিচয়ে রিংকুর কাছে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় গ্রেপ্তার দুজনের নাম মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রয়াত নেতা বাবা সিদ্দিকীর ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দুজনকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আটক করে ভারতে প্রত্যর্পণ করা হয়। আজ তাক–এর খবরে বলা হয়, অভিযুক্ত নওশাদ রিংকুর ইভেন্ট ম্যানেজারকে ই–মেইল পাঠিয়ে চাঁদা দাবি...