০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে লালমাই উপজেলার কার্যক্রম শুরু হয়েছিল। উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ ৮ বছরেও অগ্নি নির্বাপণের জন্য কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছরই অগ্নিকাণ্ডে মানুষের কোটি কোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হচ্ছে। উপজেলার কোথাও যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পার্শ্ববর্তী উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ অথবা লাকসাম উপজেলা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ওপর ভরসা করতে হয়। এসব উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি লালমাই উপজেলার বাগমারা কানিয়াপুকুর পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও, উপজেলার...