আগের ম্যাচে পরেছিলেন ২১ নম্বর জার্সি। ড্রেসিং রুমে ঢুকে সেটিই খুঁজছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। কিন্তু বিস্ময় নিয়ে দেখলেন তার জন্য রাখা ১০ নম্বর জার্সি। যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। লিওনেল মেসি, দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিদের আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়ার সেই মুহূর্ত স্মরণ করলেন আর্জেন্টিনার তরুণ এই ফুটবলার। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শুরুতে শোনা যাচ্ছিল, অধিনায়কের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরবেন থিয়াগো আলমাদা। তবে চোট পেয়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। ফলে সেই জার্সি পাওয়ার দরজা খুলে যায় মাস্তানতুয়োনোর সামনে। ম্যাচের ৬২তম মিনিটে বদলি নামেন রেয়াল মাদ্রিদের এই উইঙ্গার, গড়েন আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে কম বয়সে ১০ নম্বর জার্সি পরার কীর্তি। সেদিন তার বয়স ছিল ১৮ বছর ২৩ দিন। এখানে...