হাঙ্গেরির বিখ্যাত, বিশ্বনন্দিত কথাসাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই (জন্ম: ৫ জানুয়ারি ১৯৫৪) এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় আলেক্স মার্শাল ৯ অক্টোবর তাঁকে নিয়ে যে নিবন্ধটি লিখেছেন, তারই তর্জমা এখানে উপস্থাপিত হলো। লেখাটি তর্জমা করেছেন প্রাবন্ধিক ও অনুবাদক আলম খোরশেদ। বি.স. হাঙ্গেরীয় এই লেখকের কাজকে "শিল্পের শক্তির পুনঃপ্রতিষ্ঠা" বলে উল্লেখ করেছে পুরস্কার কমিটি। লাসলো ক্রাসনাহোরকাই, হাঙ্গেরির একজন ঔপন্যাসিক, যাঁর লেখায় দীর্ঘ দীর্ঘ বাক্য ও অপ্রাকৃত বিষয়বস্তু থাকে, বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমি এক সংবাদ সম্মেলনে জানায় যে ক্রাসনাহোরকাই এই সম্মাননা পেয়েছেন "তাঁর আবেগপূর্ণ ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য, যা মহাপ্রলয়ের সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করে।" সাহিত্যের নোবেল পুরস্কারকে এই বিষয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে ধরা হয়, যা সাধারণত কোনো লেখকের দীর্ঘ সাধনার চূড়ান্ত...