নতুন পে স্কেল ঘোষণার আগে সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতা এবং বেতন বৈষম্য দূরীকরণে ন্যায্য কাঠামো দাবি করছে সরকারি কর্মচারীরা। তাদের মূল দাবি—সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪ বা ১:৬ নির্ধারণ করে নতুন পে স্কেল কার্যকর করা। এই দাবি সামনে রেখে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে ‘১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম’। সংগঠনটি ইতোমধ্যেই প্রেস ক্লাবের হলরুম বুক করেছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করবেন— তারা জানান, এসব দাবি বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হবে সরকারের জন্য। আরও পড়ুনআরও পড়ুননতুন পে স্কেলে আর্থিক সুবিধা বাড়ছে যাদের, জানালেন অর্থ উপদেষ্টা ‘১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম’-এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের। এ ছাড়া সর্বনিম্ন...