রাজধানীর মালিবাগে ফরচুর শপিং সেন্টার মার্কেটে গভীর রাতে একটি জুয়েলার্সের দোকানে তালা ভেঙ্গে প্রায় ৫০০ ভরি স্বর্ণলংকার নিয়ে গেছে দুই ব্যক্তি। মার্কেটের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ৯ অক্টোবর রাত ৩টা ৭ মিনিট, মার্কেটের করিডরে আলো জ্বলছে। কিন্তু সব দোকানপাট বন্ধ। দুজনই কালো রঙের বোরকা পরা, কাপড় দিয়ে দুজনেরই মুখ ঢাকা। তাদের সঙ্গে আছে লোহার পাইপ, লোহা কাটার যন্ত্রসহ নানা সরঞ্জাম, যা দিয়ে তালা ভাঙা যায়। দুজনের কারওই পায়ে জুতা নেই। তারা সতর্কতার সঙ্গে ধীরে ধীরে মার্কেটের দ্বিতীয় তলায় করিডর ধরে শম্পা জুয়েলার্স দোকানের সামনে আসেন। এরপর শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেট দেখিয়ে তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথোপোকথন করেন। এরপর রাত ৩টা ৮ মিনিটের দিকে শম্পা জুয়েলার্সের একপাশের কোনায় জায়গাটিতে এসে বোরকা পরা দুজন থেমে যান। উঁকি দিয়ে এদিক-ওদিক তাকিয়ে দেখেন, কেউ...