ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, দুই দেশের মধ্যে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি আমদানি ব্যয় কমাবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে এক ‘নতুন যুগের সূচনা’ ঘটাবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের রাজভবনে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ‘এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যয় কমাবে, তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, এবং উভয় দেশের শিল্প ও ভোক্তাদের জন্য সুফল বয়ে আনবে।’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধু স্টারমারের এই সফর আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন উদ্দীপনার প্রতীক। আমরা একসঙ্গে দুই দেশের মানুষের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব।’ রয়টার্সের খবরে বলা হয়েছে, স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। ১২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি জুলাইয়ে লন্ডনে চুক্তি স্বাক্ষরের পর এবার ভারত...