০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম ২০১৫ সালের ফেব্রুয়ারি। স্কটল্যান্ডের এক মা, সিসিলিয়া ব্লিসডেল, মেয়ের বিয়ের জন্য কেনা একটি পোশাকের ছবি তুললেন। ছবিটি তিনি ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তেই শুরু হল বিতর্ক। কেউ বললেন পোশাকটি নীল আর কালো, আবার কেউ শপথ করে বললেন সাদা আর সোনালি। অল্প সময়েই এই ছবি ভাইরাল হয়ে গেল টুইটারে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সেলিব্রিটিরাও আলোচনায় যোগ দিলেন। এক মায়ের গর্বের ছবি রাতারাতি রূপ নিল এক বৈজ্ঞানিক ধাঁধায়। ভিশন সায়েন্টিস্ট জে নাইৎজ একে বলেছিলেন, “এটি মানুষের দৃষ্টিশক্তির অন্যতম বড় ভিন্নতার প্রমাণ।” এই ঘটনার সময় হেয়িয়ং শিন নামের এক তরুণ গবেষকও মুগ্ধ হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। আজ তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক। তিনি তখন ছিলেন টিম “নীল-কালো”-এর পক্ষের।...