আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় জাতীয় দলের একটি সংস্করণের ব্যস্ততা কমে গেছে মিচেল স্টার্কের। তাই বিগ ব্যাশের আসছে আসর দিয়ে এই টুর্নামেন্টে এক দশকের বেশি সময় পর ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার। ২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের উদ্বোধনী আসরে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন স্টার্ক। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফাইনালে ২ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। ওই ঘরোয়া মৌসুমেই টেস্ট অভিষেক হয়েছিল তার। পরের তিন আসরেও বিগ ব্যাশে দেখা গেছে তাকে। তবে খেলেছিলেন কেবল ৪ ম্যাচ। জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত হতে পারেননি তিনি। বিগ ব্যাশে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলে তার প্রাপ্তি ২০ উইকেট। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে হুট করে বিদায় বলে দেন স্টার্ক। তাই আসছে অ্যাশেজ সিরিজের পর জাতীয় দলের...