লম্বা সময় যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রাতে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন তারা। তবে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন রোহিত-কোহলি। বর্তমানে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছে ভারত। আগামীকাল দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামার আগে আজ সাংবাদিকদের সামনে কথা বলেছেন ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। সেখানে তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলিকে দলের বিবেচনায় রাখার বিষয়ে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রোহিত ও কোহলির খেলা নিয়ে গিল জানান, ‘রোহিত ভাই ও বিরাট ভাইয়ের অভিজ্ঞতা, আর ভারতের হয়ে যত ম্যাচ তারা জিতিয়েছেন—এমন খেলোয়াড় খুব কমই আছে। তাদের দক্ষতা, মান ও অভিজ্ঞতার জায়গা থেকে ২০২৭ সালের...