সপ্তম হিজরি, ৬২৯ খ্রিস্টাব্দ। মক্কার কাফের কুরাইশদের সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছে। যে ইসলামের নাম শুনলে জ্বলে উঠত কুরাইশদের গা, আজ সেই কুরাইশগণ স্পষ্টত স্বীকৃতি দিল ইসলামকে একটি শক্তিশালী ধর্ম হিসেবে। রাসুলুল্লাহ (সা.) নদীর মোহনায় এসে তাঁর সাধনার স্রোতধারায় শুনতে পেলেন মহাসাগরের কল্লোল। তাই তিনি মনস্থ করলেন বিশ্বের শক্তিশালী রাজা-বাদশাহদের নিকট ইসলামের সুমহান বার্তা পৌঁছাতে।তৎকালীন বিশ্বের বুকে রোম ও পারস্য ছিল সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন সম্রাট হিরাক্লিয়াস। রাসুলুল্লাহ (সা.) প্রখ্যাত সাহাবী দেহিয়া কালবীকে (রা.) ইসলামের দাওয়াতপত্র তার কাছে প্রেরণ করেন। সম্রাট হিরাক্লিয়াস ওই সময় জেরুজালেমে অবস্থান করছিলেন। এদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান (তখনো মুসলমান হননি) ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। আবদুল্লাহ বিন আববাস (রা.) হতে বর্ণিত, তাকে আবু সুফিয়ান বিন হারব সংবাদ দিয়েছেন যে,...