যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে ট্রাম্প ট্রুথ সোশালে এক ঘোষণায় বলেন, “এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ।” চুক্তি অনুযায়ী, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি বন্দি এবং ২৮ জনের মরদেহ হস্তান্তর করবে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে, যাদের তালিকা হামাস দিয়েছে। তিন দিন ধরে মিশরের শার্ম আল শেখে কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের পরোক্ষ আলোচনার পর এই চুক্তিতে রাজি হয় হামাস-ইসরায়েল। ট্রাম্প বলেছেন, “এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক ঐতিহাসিক দিন। আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই যুদ্ধবিরতি যেন স্থায়ী শান্তিতে পরিণত হয়।” চুক্তি নিয়ে ট্রাম্পের ঘোষণা...