দক্ষিণ এশিয়ার দেশগুলো উন্নতি করেছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে। কিন্তু সমাজগুলো হয়ে উঠেছে আরও অসম। এখন রাষ্ট্রের ক্ষমতা গুটিকয়েক আর্থিক গোষ্ঠীর হাতে বন্দি। নীতি প্রণয়নে সবাই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বা কল্যাণ রাষ্ট্রের কথা বলে। কিন্তু কেউই কাঠামোগত বৈষম্যের মূল উৎসে হাত দিচ্ছে না। গঠনমূলক পরিবর্তন ছাড়া কোনো সামাজিক ন্যায়বিচার সম্ভব নয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যানের লেখা ‘অ্যাপোসলস অব ডেভেলপমেন্ট : সিক্স ইকোনমিস্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দে মেইড’ শীর্ষক বই নিয়ে আলোচনা সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান এ মন্তব্য করেছেন। সভায় অর্থনীতিবিদরা জানান, আমরা একটি কার্যকর, জবাবদিহিমূলক এবং সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল ও গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করতে চাই, যেখানে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবে। বিচার বিভাগসহ অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান কাজ করবে স্বাধীনভাবে, যাতে মানবাধিকার ও নাগরিক...