জর্ডানের একটি শরণার্থী শিবিরে বেড়ে উঠা ফিলিস্তিনি বিজ্ঞানী ওমর ইয়াগি রসায়ন শাস্ত্রে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার জিতেছেন চলতি বছর। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর সম্ভাবনাময় এক নতুন ধরনের আণবিক স্থাপত্য (মলিকিউলার আর্কিটেকচার) উদ্ভাবনের জন্য নোবেল জিতেছেন তিনি। এ বছর যৌথভাবে রসায়নে নোবেল জিতেছেন ওমর ইয়াগি, সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন। তাদের কাজ ছিল ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফ’ উদ্ভাবন। এগুলো এমন একটি আণবিক কাঠামো যা ক্ষতিকর গ্যাস ও রাসায়নিক পদার্থ সংগ্রহ, সংরক্ষণ বা ভেঙে ফেলতে ব্যবহৃত হতে পারে। সুইডিশ একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, এমওএফ প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই–অক্সাইড সংগ্রহ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ, কিংবা রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক হিসেবে পরিচালনা করা সম্ভব। এই আবিষ্কারগুলো মানবজাতির সবচেয়ে বড় কিছু সংকট সমাধানে অবদান রাখতে পারে। তবে নোবেল জেতার খবর জানার পর,...