লাসলো ক্রাসনাহোরকাই। এবারের নোবেল বিজয়ী এই লেখকের প্রথম উপন্যাস ‘সাটানতাংগো’ (Satantango) ১৯৮৫ সালে প্রকাশিত হয়। বন্ধু লেখক পিটার এসতেরহাজির উৎসাহেই বইটি প্রকাশিত হয়েছিল। এই উপন্যাস প্রকাশের পর লাসলো নিজেকে লেখক ভাবতে চাননি। বইটি নিয়ে অসন্তুষ্টি থেকেই তিনি শুরু করেন পরবর্তী উপন্যাস ‘দ্য মেলানকলি অব রেজিসট্যান্স (The Melancholy of Resistance)’। প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এরপর তাকে আর থেমে থাকতে হয়িনি। এ প্রসঙ্গে লাসলো বলেন, ‘আমি আবার চেষ্টা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম, হয়তো এবার ঠিক হবে। এরপর থেকে আর থামতে পারিনি।’ লাসলো ক্রাসনাহোর্কাইয়ের জন্ম ১৯৫৪ সালে। তিনি হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আরও যেগুলো আছে তার মধ্যে ‘অয়ার অ্যান্ড অয়ার (War and War)’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে এবং ‘ব্যারন ভেন্খাইম্স হোমকামিং Baron Wenckheim’s Homecoming) প্রকাশিত হয় ২০১৬ সালে। নোবেল বিজয়ী...