এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নাকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চেপে ধরেছিল লাল-সবুজের দল। ফ্রি-কিক থেকে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে এগিয়েও যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। ১-১ সমতায় বিরতিতে গেছে দুদল। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে রাত আটটায়। ম্যাচের ১৩তম মিনিটে হংকং জালে বল পাঠান হামজা। হংকংয়ের একমাত্র গোলটি করেন এভারটন ক্যামারগো। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ১১তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান ফয়সাল আহমেদ ফাহিম। ডি বক্সের পাশে তাকে বাধা দেন হংকং রক্ষণভাগের খেলোয়াড়। পরে ফ্রি কিক পায় বাংলাদেশ। ১৩তম মিনিটে ফ্রি কিকে গোল আদায় করেন হামজা। বাংলাদেশের জার্সিতে হামজার দ্বিতীয় গোল এটি।...