ঢাকা:সংঘবদ্ধভাবে অনলাইনে প্রতারণা করে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়া, হুন্ডি কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং অভিযোগে নয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। এজাহারনামীয় আসামিরা হলেন আরিফুল ইসলাম রিফাত (২৩), মো. ইমরান হোসেন, (৩০), মো. নুরে আলম (৩৮), মোছা. লিলি আক্তার (৫৫), রুমি আক্তার (৩৬), আব্দুল কাদির জিলানি (৪০), মুহা. নেয়ামতুল্লাহ (৩০) ও মো. রিয়াদ (২৫) চক্রের প্রধান হোতাদের সবাই একই পরিবারের সদস্য। চক্রের প্রধান আরিফুল ইসলাম রিফাত, তার মা লিলি আক্তার, দুই বোন রিমি আক্তার ও রুমি আক্তার এবং বোনের স্বামী আবদুল কাদির জিলানী সরাসরি প্রতারণার পুরো কার্যক্রমে জড়িত ছিলেন। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে...