প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও বার্ড-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ড মডেল স্কুল মাধ্যমিক শাখায় ‘শিক্ষা ও উন্নয়নে ড. আখতার হামিদ খানের অনুপ্রেরণা’ এবং বার্ড মডেল স্কুল প্রাথমিক শাখায় ‘ড. আখতার হামিদ খানের পল্লী উন্নয়ন, শিক্ষা ও নৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বার্ড জামে মসজিদে কুরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকী উদযাপনে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষে মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সফল নেতৃত্বের জন্য সমগ্র বিশ্বে সমাদৃত। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনের ক্ষেত্রে তাঁর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ষাটের দশকে তাঁর নেতৃত্বে উদ্ভাবিত কুমিল্লা...