চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। ২২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারীকে আহ্বায়ক এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় চবির সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন এ কমিটি ঘোষণা করেন। অধ্যাপক বেলাল হোসেন বলেন, ১৯৪৭-এর আজাদি, ১৯৭১-এর স্বাধীনতা এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক নতুন ভিশন নিয়ে আত্মপ্রকাশ করছে।আমাদের লক্ষ্য একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করবে। তিনি আরও বলেন, আমরা পাঁচটি মূলক্ষেত্রে কাজ করবো— একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা...