বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সাক্ষ্যে আন্দোলনের পুরো ঘটনাক্রম এবং সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের নাম তুলে ধরেছেন। তিনি ৫ আগস্ট নাজিমউদ্দিন রোডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সারাদেশে হওয়া হত্যাযজ্ঞের জন্য সব কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরাসরি গুলি চালানো পুলিশ সদস্যদের দায়ী করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণের সময় ঢাকার নাজিমউদ্দিন রোডে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে পুলিশের গুলিতে তার সামনেই দু’জনসহ মোট ছয়জন নিহত হন। তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনটি বিনা উসকানিতে সরকারের হামলায়, বিশেষ...