শাপলা আমরা পাবো না কেন? এর কোনো ব্যাখ্যা বলতে পারবেন? যদি আমরা শাপলা প্রতীক না পাই, তাহলে আমরা এর জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। আর যদি নিবন্ধন ও প্রতীকের প্রশ্ন আসে, তাহলে সেটা শাপলাতেই হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই প্রতীক না দেয়ার পেছনে কোনো আইনী ব্যাখ্যা দিতে পারে নাই, কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। তাই আমরা মনে করি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। সেটা আমরা নির্বাচন কমিশনকে বলেছিও। পাটওয়ারী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা একটা অসৎ উদ্দেশ্য দেখেছিলাম। শেষ পর্যন্ত তার পরিণতি কী...