বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় গকসুর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত ও গকসুর থিম সং পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। শপথ শেষে নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, “দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হলো গবি’র ৪র্থ ছাত্র সংসদ নির্বাচন। আমরা অধীর আগ্রহে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এখন আমাদের দায়িত্ব শুরু। আমি চাই গণ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে এমনভাবে উপস্থাপন করতে, যেন সবাই গর্ব করে চিনতে পারে। এটিই গবি।” তিনি আরও বলেন, “আমি জবাবদিহিতার রাজনীতি করতে এসেছি। শিক্ষক-শিক্ষার্থী-প্রশাসন সবাইকে...