হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে নেই কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। নেই সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণ, জামাল ভূঁইয়া এবং ফাহামিদুল ইসলামও। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সোহেল রানা সিনিয়র। তপু চোটের কারণে পুরো ফিট নন। শমিত ম্যাচের আগে শুধু একটি অনুশীলন সেশনে ছিলেন। দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি সেভাবে। এ কারণে তাঁকে একাদশে রাখা হয়নি। ওদিকে গোলপোস্টের সামনে ফিরছেন মিতুল মারমা। গত মাসে নেপালে প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে কোচ হাভিয়ের কাবরেরা সুযোগ দিয়েছিলেন সুজন হোসেনকে। এ ছাড়া তারিক কাজী কিছুটা চোটে ভুগলেও একাদশে কোচ তাঁকে রেখেছেন। কোচ ক্যাম্পে ডেকেছিলেন ৩০ জনকে। দুই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুজন রেজা চোটের কারণে ছিটকে গেছেন আগেই। বাকি ২৮ থেকে আজ ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করেন কোচ। বাদ পড়েছেন চোটের...