অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে ঢাকা, মাগুরা ও যশোরের ১৫টি দলিলে থাকা ৫ দশমিক ২৬ বিঘা জমি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে তিনটি সঞ্চয়পত্র, ছয়টি ব্যাংক হিসাব ও তার স্ত্রীর দুইটি সঞ্চয়পত্র ও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট উত্তম কুমার বিশ্বাস প্রাথমিক অনুসন্ধান চলাকালে দুদক থেকে প্রথম নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজ নামে ও তার স্ত্রী-সন্তানদের নামে সব...