দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরাও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন। তারা জানতে চান, কবে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কলেজ র্যাংকিং-এ বিভাগীয় পর্যায়ে শীর্ষ তৃতীয় স্থানে থাকা নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।আরো পড়ুন:বাগেরহাটে টেলিস্কোপে মহাকাশ দেখল শিক্ষার্থীরাডেঙ্গুতে প্রাণ গেল জবি শিক্ষার্থীর নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (নোকসু) নির্বাচনের পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য সম্প্রতি একটি জরিপ পরিচালনা করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি। জরিপে দেখা গেছে, ৮৮.২ শতাংশ শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং ১১.৮ শতাংশ বিপক্ষে ভোট প্রদান করেছেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত...