হামজা চৌধুরী-শমিত সোমদের আগমণে দেশের ফুটবলে নতুন জোয়ার শুরু হয়েছে। আশার পারদও জাগ্রত হয়েছে। যদিও প্রশ্ন আছে, দর্শকদের চাওয়া কতটা পূরণ হচ্ছে মাঠের খেলায়, সেটি নিয়ে। গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছিল কোচ হাভিয়ের কাবরেরার একগুয়েমি সিদ্ধান্ত আর ভুল পরিকল্পনার কারণে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হারের পরে কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের এশিয়ান কাপের মূলপর্বে খেলা। আজ আবারও ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ নিয়েও উন্মাদনার কোনো কমতি নেই। অনলাইনে টিকেট উন্মুক্ত করার আধাঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় ১৯ হাজার টিকিট। মাঠের বাইরে দর্শকদের মাঝে উন্মাদনা থাকলেও হামজা-শতিদের মাঠে নামতে হবে সমীকরণ মেলাতে। যেখানে এক কথায় বলে দেওয়া যায়, এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হারলে ভঙ্গ হয়ে যেতে...