চীনে বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় নতুন কয়েকটি খনিজ উপাদান যুক্ত করতে যাচ্ছে দেশটি। আজ বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিরল খনিজের বিদ্যমান রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও বেশ কয়েকটি খনিজ উপাদান, যার মধ্যে আছে হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইউরোপিয়াম এবং ইটারবিয়াম। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজের মজুদ রয়েছে চীনে। উল্লেখ্য, বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি পণ্যে ব্যবহৃত সেমিকন্ডাক্টর তৈরিতে প্রয়োজন হয় বিরল খনিজের। প্রতিরক্ষাখাতেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে নতুন করে তীব্র হয়ে উঠে চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ। বিশেষ করে আমেরিকায় তৈরি চিপ বা সেমিকন্ডাক্টর চীনের বাজারে রপ্তানিতে কঠোর...