শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ মুক্তির পর থেকেই আলোচিত হয়েছে। সিরিজটিতে এক বলিউড তারকার চরিত্রের অভিনয় করেন ববি দেওল। এদিকে অভিনেতার ক্যারিয়ারের ৩০ বছরও পূর্ণ হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে সিরিজটি ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলছেন অভিনেতা।একদিকে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ববির ক্যারিয়ারে নতুন জীবন ফিরিয়ে এনেছিল, ‘ক্লাস অব ৮৩’ (২০২০) ও ‘লাভ হোস্টেল’ (২০২২)-এর মাধ্যমে। এবার তাঁকে দেখা গেল ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর প্রধান চরিত্রে। সিরিজের পুরো গল্পই ঘুরপাক খায় ১৯৯৭ সালের ববি অভিনীত জনপ্রিয় গান ‘দুনিয়া হাসিনোঁ কা মেলা’-কে কেন্দ্র করে। ‘আমি ভাবছিলাম পুলিশ অফিসারের চরিত্রটা পাব’‘অ্যানিমাল’-এর সাফল্যের পর অনেকে ভেবেছিলেন ববি এখন শুধু বড় বাজেটের সিনেমায়ই কাজ করবেন; কিন্তু তিনি আবারও ফিরলেন স্ট্রিমিং দুনিয়ায়। ববি মনে করেন, ওটিটিই...