এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের একাদশে কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোমকে রাখেননি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সামিত গত পরশু (মঙ্গলবার) রাতে এসে গতকালই একটি অনুশীলন সেশন পেয়েছিলেন। কোচ ক্যাবরেরা তাকে একাদশের বাইরে রেখে বাংলাদেশ দল সাজিয়েছেন। প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ারও। এই ম্যাচেও স্বাভাবিকভাবেই গোলরক্ষকের ভূমিকায় মিতুল মারমা। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে ২৩ জনের স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ কোচ। তবে ইনজুরির জন্য একাদশে নেই তপু। তার পরিবর্তে শাকিল আহাদ তপু সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন তারিক কাজীর সঙ্গে। দুই ভাই তাজ ও সাদ যথাক্রমে দুই ফুলব্যাক। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ অ-২৩ দলে দুর্দান্ত খেলেছিলেন। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তিনিই একমাত্র নতুন মুখ। অনুশীলনেও তিনি ভালো করেছেন এবং কোচ তার প্রতি সন্তুষ্ট থাকলেও প্রথম একাদশে রাখেননি। ভরসা রেখেছেন...