বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টায়) রয়্যাল সুইডিশ একাডেমি এ বছরের নোবেল জয়ীর নাম ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, “আকর্ষণীয় ও দূরদর্শী রচনার মাধ্যমে বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করার জন্য” লাসলো ক্রাসনাহোরকাইকে ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে, সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে, মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং বুধবার (৮ অক্টোবর) রসায়নে এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন মেরি ই. ফ্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি; পদার্থবিজ্ঞানে পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস; আর রসায়নে পেয়েছেন সুসুমু...