জবিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সেরা অংশীজন ও বিচারক সম্মাননা প্রদান NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জবি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এ সেরা অংশীজন স্মারক ও বিচারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, “শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধের অনুপ্রেরণায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খাদেজাতুল কোবরাকে দেয়া হয় ‘সেরা অংশীজন স্মারক সম্মাননা’।এছাড়া ‘সেরা বিচারক সম্মাননা’ প্রদান করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের...